ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ফলসি গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত মুলায়েম হোসেনের (৪৬) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মুলায়েম হোসেন বড় ফলসি গ্রামের গোলার উদ্দীনের ছেলে।
নিহতের পারিবারিক সুত্র থেকে জানা গেছে, গত ৫ মে আওয়ামী লীগ মনোনীত বজলুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ফজলুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দিদার হোসেন মন্ডল নামে একজন নিহত ও ৩০জন আহত হন। এর মধ্যে মুলায়েমের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মুলায়েম মারা যান।
হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দীন নিহতের ঘটনা স্বীকার করে জানান, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ১২ মে ১৬/ সালাহ উদ্দীন