রাজশাহীর তানোরের মুণ্ডুমালা পৌর এলাকায় হেরোইন ভাগবাটোরা নিয়ে দ্বন্দ্বের জের ধরে মারপিটের ঘটনায় উসমান আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
উসমান আলী শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ৭ মে তাকে মারধর করা হয়েছিল।
পুলিশ জানায়, সাদিপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে বাবু (৩৩) ও আইড়া গ্রামের মোস্তাফার ছেলে উসমান (৩২) দুইজন বন্ধু ছিলেন। প্রতিদিন তারা এক সঙ্গে হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করতেন। ৭ মে সকালে মুণ্ডুমালা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে দুইজন এক সঙ্গে হেরোইন কিনে ভাগ করছিলেন। এ সময় উসমান একটু বেশি নেয়। এতে বাবু ক্ষিপ্ত হয়ে পাশে পড়ে থাকা একটি ইট দিয়ে উসমানের মাথায় আঘাত করে। এতে উসমান গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় উসমানকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক জানান, আহত উসমান হাসপাতালে মারা যাওয়া সংবাদ পেয়ে আসামি বাবুর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু বাবু পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। নিহত উসমানের লাশ হাসপাতালে ময়না তদন্ত করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৩ মে ১৬/ সালাহ উদ্দীন