নড়াইলের লোহাগড়া উপজেলার হলদাহ গ্রামে বজ্রপাতে একই পরিবারের দু'জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হলদাহ গ্রামের কালু রায়ের স্ত্রী ছায়া রানী রায় (৪৫) এবং পরিমল রায়ের ছেলে প্রতাপ রায় (১৭)। প্রতাপ রায় সম্পর্কে ছায়া রানী রায়ের ভাইপো।
হলদাহ গ্রামের সুজিত রায় জানান, শুক্রবার ঝড়-বৃষ্টির সময় ছায়া রানী রায় ও প্রতাপ রায় স্থানীয় বিলে গরু আনতে গেলে এ ঘটনা ঘটে
বিডি-প্রতিদিন/ এস আহমেদ