বান্দরবানের নাইক্ষংছড়ির বাইশারিতে বৌদ্ধ ভিক্ষু মং শই উকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার উপর চাকপাড়া বৌদ্ধ বিহারে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে।
নিহত মং শই উ (৭০) চাকপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ছিলেন।
থানা সূত্রে খবর, শুক্রবার রাতে বিহারের পাশে একটি মেডিটেশন কেন্দ্রে বসে ধ্যান করছিলেন মং শই উ। এ সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। সকালে স্থানীয় এক ব্যক্তি খাবার দিতে গিয়ে মং শই উ’র লাশ দেখে থানায় খবর দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়।
বিডি-প্রতিদিন/ ১৪ মে, ২০১৬/ আফরোজ