নাশকতার প্রস্তুতির বৈঠক চালানোর সময় পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে কলাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও কুয়াকাটা পৌর জামায়াতের সেক্রেটারিকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।
মহিপুর থানার এসআই মো. মনিরুল ইসলাম জানান, নাশকতা মূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জামায়াত নেতা-কর্মীরা একত্রিত হয়ে পশ্চিম আজিমপুর এলাকায় গোপন বৈঠকে মিলিত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় কলাপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক ফারুকী ও পৌর সভার সেক্রেটারি হাবিবুর রহমানকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও দলের রেজুলেশন বহি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/ ১৪ মে, ২০১৬/ আফরোজ