কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার্ড শরণার্থী ক্যাম্পের আনসার ব্যারাকে সশস্ত্র হামলায় আনসার কমান্ডার নিহত ,অস্ত্র ও গুলি লুটের ঘটনায় মামলা হয়েছে। আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) আলমগীর হোসেন বাদী হয়ে টেকনাফ মডেল থানায় শুক্রবার গভীর রাতে এ মামলা দায়ের করেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ মামলা দায়ের হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এতে ৩০/৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় ২টি এসএমজি ও ৯টি চায়না রাইফেলসহ ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি লুট হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার সশস্ত্র গ্রুপের সদস্যরা প্রথমে সেন্ট্রি পোস্টের আনসার সদস্য অজিত বড়ুয়াকে আটকে মুখে স্কচটেপ লাগিয়ে বেধে রাখে। এসময় দায়িত্বরত আনসার কমান্ডার আলী হোসেন এগিয়ে আসলে এক পর্যায়ে ডাকাতেরা ক্ষুব্ধ হয়ে আলী হোসেনের উপর গুলিবর্ষণ করে। তবে মুমূর্ষু আনসার আলী হোসেনকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরআগে ব্যারাকে থাকা আনসার সদস্যদের বেধে রেখে অস্ত্র ও গুলি লুট করে সশস্ত্র গ্রুপের সদস্যরা। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পে অবস্থান নিয়ে অভিযান শুরু হরে।
বিডি-প্রতিদিন/ ১৪ মে, ২০১৬/ আফরোজ