গাজীপুরের টঙ্গীতে ৪শ' ফুট পাইপে পড়ে রোমানুল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো এক শিশু।
আজ সকাল সোয়া ১০টার দিকে শুকুন্দিরবাগ বাজার সংলগ্ন আইডিয়াল স্কুলের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূ্ত্রে জানা যায়, সকালে খেলা করতে গিয়ে হঠাৎ গভীর নলকূপের জন্য স্থাপিত ৪শ' ফুট পাইপে পড়ে যায় ওই দুই শিশু।
পরে পৌনে ১১টার দিকে স্থানীয়রা ওই দুই শিশুকে পাইপ থেকে উদ্ধার করলেও রোমানুল মারা যান। তবে আরেক শিশুর নাম জানা যায়নি।
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৬/ হিমেল-০৮