বাবার বাড়ি যাওয়ার জন্য স্বামী-সন্তানসহ রওয়ানা হয়েছিলেন শেলি আক্তার (৩২)। কিন্তু বাড়ির কাছে পৌঁছতেই ঘাতক ট্রাক কেড়ে নিল তার প্রাণ। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল মোড়ে শনিবার সকাল ৯টার দিকে ট্রাক চাপায় শেলি আক্তার (৩২)নিহত হয়েছেন।
শেলি মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী এবং বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল গ্রামের মৃত কুদ্দুসের মেয়ে।
রিয়াজুল ইসলাম বলেন, তিনি মাগুরার শ্রীপুর উপজেলার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে স্ত্রী ও ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি বালিয়াকান্দি উপজেলার মধুপুর গ্রামে আসছিলেন। শ্বশুরবাড়ি থেকে ৫০০ গজ দূরে ইলিশকোল মোড় নামক স্থানে একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার স্ত্রী শেলি আক্তার নিহত হন। এ সময় তিনি ও তার ছেলে আহত হন।
পরে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে উত্তেজিত জনতার হামলায় ফায়ারম্যাান কামরুল হোসেন নামে একজন আহত হন। ফায়ার সার্ভিসের ডিএডি ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান নায়েব আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ