সাভারে একটি ডেইরিফার্ম থেকে তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে সাভারের হেমায়েতপুরের প্রান্ত ডেইরিফার্মের একটি রুম থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহতরা হলেন- নীলফামারী জেলার জিয়াউর রহমানের দুই ছেলে জীবন (১৯), নাছির (১৬) ও করকমা মিয়ার ছেলে ভজে (১৪)।
নিহত তিনজনই হেমায়েতপুর এলাকায় একটি সিএনজি অটোর দোকানে কাজ করতো বলে জানা গেছে। তাদের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় মাগুরা উত্তরপাড়া গ্রামে।
পুলিশ জানায়, প্রান্ত ডেইরিফার্মে কাজ করতেন ওই নিহত তিন যুবকের বাবা ও মা । পরে গতকাল কাজ শেষে তিন যুবক ফার্মের একটি রুমের জানালা খুলে রাতে ঘুমান। পরে সকালে তাদের বাবা মা ডাকাডাকি করলে কোন শব্দ না পেয়ে রুমের দরজা ভেঙ্গে তিন জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৬/ হিমেল-০৯