গাজীপুরের শ্রীপুরে এক যুবককে অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। শুক্রবার রাতে উপজেলার সৈলাট গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত যুবকের নাম সুমন খান (২৮)। সে ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও এলাকার করিম খানের ছেলে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, সৈলাট গ্রামের জনৈক খাজা ও জাহাঙ্গীরের সাথে একই এলাকার আশরাফুলের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় আশরাফুল এক সহযোগীসহ সুমনকে অস্ত্রসহ ভাড়া করে । আশরাফুলের নামে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতি মামলা রয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে আশরাফুল ওই দুজনকে নিয়ে মোটরসাইকেলযোগে সৈলাট টিমেক্স জুট মিল এলাকায় ঢুকে। তারা প্রতিপক্ষকে ভয় দেখাতে অস্ত্র প্রদর্শন করে। পরে গ্রামবাসী ঘেরাও করে সুমনকে আটক করে। এসময় অন্যরা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ সুমনকে নাইন এম এম পিস্তলসহ গ্রেফতার ও একটি এপাচি মোটরসাইকেল জব্দ করে। সুমনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৬/ হিমেল-১২