চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আজ সকাল ১০টায় সদর উপজেলার আমনুরায় বাংলাদেশ সরকারের অর্থায়নে চীনা কোম্পানী হুবের কারিগরি সহায়তায় নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম, পাওয়ার চায়না ইন্টারন্যাশন্যাল গ্রুপ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট প্যান ডেঙ্গুয়া, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঢাকার সদস্য বিতরণ শেখ মোঃ আলাউদ্দিন, প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ আরিফুর রহমান, পিডিবি’র নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, পল্লী বিদ্যুতের জিএম হাসান শাহনেওয়াজসহ চায়না কোম্পানীর বিভিন্নস্তরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৭ সালের ৩ মার্চের মধ্যে প্রকল্পের কাজ শেষ হলে বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রীডে যোগ হবে। এতে ব্যয় হবে ১০ কোটি ৯ লাখ ১০ হাজার ১’শ ৮৭ টাকা।
অনুষ্ঠানে বর্তমান সরকারের বিদ্যুৎ বিভাগের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৬/ হিমেল-১৩