দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাপায় দুর্গা প্রসাদ রায় (৩৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চিরিরবন্দরের আমতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজন নারী (২৪)কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। আহত নারী নিহতের শ্যালিকা বলে জানান গেছে।
নিহত দুর্গা প্রসাদ রায় জেলার বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর গ্রামের গৃনাল রায়ের ছেলে এবং একই এলাকার আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষক।
আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কুমার রায় জানান, ফুলবাড়ী আত্মীয়ের বাসা হতে সকালে নিজবাড়ী দিনাজপুরের বীরগঞ্জে আসার পথে চিরিরবন্দরের দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আমতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (বগুড়া-ট-১১-১২০৪) চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ট্রাক চাপায় ঘটনাস্থলেই দুর্গা প্রসাদ রায় মারা যায়। তবে সেখানে আহত অবস্থায় উদ্ধার করা নারীর পরিচয় নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে তিনি জানান।
চিরিরবন্দর থানার ওসি মোঃ আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক হেলপার পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৬/ হিমেল-১৪