নেত্রকোনার বারহাট্টায় মাইক্রোবাসের চাপায় চন্দ্র বর্মন নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। শিশুটি উপজেলার রায়পুর ইউনিয়নের চরপাড়া গ্রামের সজিব চন্দ্র বর্মনের মেয়ে ছিল। শিশুটির বাড়ির সামনে আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
বারহাট্টা থানার ওসি মো. সালেমুজ্জামান জানান, সকালবেলা শিশুটি বাড়ির সামনে খেলা করছিল। হঠাৎ দৌড়ে শিশুটি সড়কে উঠে যায়। এসময় একটি মাইক্রোবাস নেত্রকোনার দিকে আসার পথে শিশুটিকে চাপা দেয়।
পরে অভিভাবক ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ মাইক্রোবাস এবং চালককে আটক করলেও চালক ভিকটিমের পার্শ্ববর্তী বাড়ির হওয়ায় কোনো অভিযোগ করেনি শিশুটির অভিভাবক।
বিডি-প্রতিদিন/১৪ মে ২০১৬/শরীফ