জয়পুরহাটের বানিয়াপাড়া এলাকা থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে তার লাশ উদ্ধার করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, আজ ভোরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া হাইওয়ে পুলিশ বক্স এলাকায় গাছের সাথে অজ্ঞাত পরিচয় এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী।
পরে তারা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতালে পাঠায়। তবে এখনও লাশের পরিচয় পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৬/ হিমেল-১৬