রাঙামাটিতে তিনশ' পিস ইয়াবাসহ আজিজ নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের বনরূপা এলাকার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মান মৎস্য খামার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বনরূপা এলাকার জেলা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মানের মৎস্য খামারে অভিযান চালায় পুলিশ। এসময় অভিযুক্ত আজিজ ওই খামারে আত্মগোপন করে। পরে পুলিশ খামারে চারদিক ঘেরাও করে তাকে আটক করা হয়। পরে খামারে তল্লাশি চালিয়ে তিনশ' পিস ইয়াবাও উদ্ধার করা হয়।
রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা মোহাম্মদ রশিদ জানান,অভিযুক্ত আজিজের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯ এর খ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ মে, ২০১৬/ আফরোজ