বাগেরহাটের মোরেলগঞ্জে শুরু হয়েছে সরকারিভাবে বোরো ধান ক্রয় অভিযান। চলতি মৌশুমে সরকারি খাদ্যশস্যের মজুদ গঠনে প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩ টাকা। আজ বুধবার মোরেলগঞ্জের বণগ্রাম ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন তালুকদার, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শেখ আনোয়ার হোসেন ও খাদ্য পরিদর্শক মো. আকরামুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা একেএম শহিদুল হক জানান, এ উপজেলায় ৫শ’ ১৪ মেট্রিক টন বোরো ধান ক্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১৬টি ইউনিয়নের মধ্যে ১৪টির ৪শ’ ৮৮ জন তালিকাভুক্ত কৃষকের নিকট থেকে ২৩ টাকা প্রতি কেজি দরে এই ধান ক্রয় করা হবে। ধান ক্রয়ের পূর্বে কৃষকদের নিকট থেকে নমুনা নিয়ে ডিজিটাল মেশিনে এর আদ্রতা পরীক্ষা করা হয়। সরকারি নিয়ম অনুযায়ী, ধানের আদ্রতা শতকরা ১৪ ভাগের বেশি হলে তা কেনা যাবে না। সংগ্রহযোগ্য ধানে বিজাতীয় পদার্থ ০.৫%, ভিন্ন জাতের ধানের মিশ্রণ ৮%, অপুষ্ট ও বিনষ্ট দানা সর্বোচ্চ ২%, চিটা সর্বোচ্চ ০.৫%, বর্ণ হবে উজ্জল সোনালী ও গন্ধ হতে হবে প্রাকৃতিক। ভেজা, কাঁচা ও তামাটে রঙের ধান ক্রয় বিক্রয় চলবে না। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই ধান ক্রয় অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/৮ জুন ২০১৬/শরীফ