যশোরের পরিবহন শ্রমিক নেতা মুনসুর আলমকে পুলিশ আটক করায় সন্ধ্যা থেকে জেলার সব সড়কে হঠাৎ করে শুরু করা অবরোধ রাত সোয়া ১২টার দিকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
এর আগে রাত দশটার দিকে জেলা পুলিশের কর্মকর্তারা পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। পুলিশ ওই বৈঠকে জানিয়ে দেয়, ঢাকা ডিবি মুনসুর আলমকে আটক করে নিয়ে গেছে।
যশোরের পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, তিনি নিশ্চিত হয়েছেন ঢাকা ডিবির সদস্যরা মুনসুর আলমকে ধরে নিয়ে গেছেন। রাজধানীর মিরপুর থানার একটি অস্ত্র মামলায় অভিযুক্তরা স্বীকার করেছেন, মুনসুর তাদের কাছে অস্ত্র বিক্রি করেছেন। সেই সূত্রে ঢাকা ডিবি অভিযান চালিয়ে মুনসুরকে আটক করে।
এসপি বলেন, মুনসুর একজন অস্ত্র ব্যবসায়ী। তার ব্যাপারে ঢাকা ডিবি পরবর্তী করণীয় নির্ধারণ করবে। এসপি আরও বলেন, যেহেতু তার ব্যাপারে যশোর পুলিশের কিছু করার নেই, তাই শ্রমিকদের অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। শ্রমিকনেতারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাই সব সড়কে গাড়ি চলাচল শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ জুন, ২০১৬/মাহবুব