সিলেট শহরতলীর মালনছড়ি এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিল উল্লাহ নগরীর ইলেকট্রনিক সাপ্লাই এলাকার মৃত আবদুল মজিদের ছেলে।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ গৌছুল হোসেন জানান, সিলেট-বিমানবন্দর সড়কের মালনছড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপায় খলিল উল্লাহ ও তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের ওসমানী মেডিক্যাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খলিলকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/১৫ জুন ২০১৬/হিমেল-০১