সিরাজগঞ্জে জঙ্গী-নাশকতা ও গুপ্ত হত্যা বিরোধী অভিযানে বিএনপি-জামায়াতের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকাল আট থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত সদর ও বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে তাদেন আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রতন সেখ ওরফে মোটা রতন, তেলকুপি গ্রামের জামায়াতকর্মী আব্দুর রাজ্জাক ও বেলকুচি উপজেলার শেরনগর গ্রামের জামায়াত কর্মী আল-আমিন ও একই গ্রামের শামসুল হক।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, বিশেষ সাঁড়াশি অভিযান গতকাল থেকে সমাপ্ত হয়েছে। নিয়মিত জঙ্গী-নাশকতা ও গুপ্ত হত্যা বিরোধী অভিযান চালিয়ে এ চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ জুন ২০১৬/হিমেল-১০