সম্প্রতি সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়সহ গুণীজনদের গুপ্ত হত্যার প্রতিবাদে শিবচরে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন কমিটি।
বুধবার সকালে শিবচর বাজারের ৭১ নম্বর সড়কে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ শিবচর শাখার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ পুজা উদযাপন কমিটির শিবচর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদ্যুৎ কুমার সরকারের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সামুদ্দিন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য দুলাল রায়, সাধারণ সম্পাদক শংকর ঘোষ, পুজা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার রাহা প্রমুখ।
বিডি প্রতিদিন/১৫ জুন ২০১৬/হিমেল-১৫