কুমিল্লার চৌদ্দগ্রামে মঙ্গলবার রাতে মো. আবদুল্লাহ (৪২) নামের এক চিহ্নিত মাদকসেবীকে পুলিশের নিকট সোপর্দ করেছেন স্থানীয় জনতা। সে উপজেলার বাতিসা ইউনিয়নের দেবিপুর গ্রামের ফয়েজ আহাম্মদের ছেলে।
চৌদ্দগ্রাম থানার এসআই বছির আহাম্মদ জানান, আবদুল্লাহ প্রায় সময় মাদক সেবন করে এলাকাবাসীর উপর হামলা, জিনিসপত্র ছিনিয়ে নেয়াসহ মসজিদে নামাজের সময় বাইরে থেকে সমস্যা সৃষ্টি করতো। এতে অতিষ্ঠ হয়ে স্থানীয় জনতা মঙ্গলবার রাতে তাকে আটক শেষে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করে। আজ বুধবার দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ জুন ২০১৬/শরীফ