পিরোজপুরে মামাকে গলা কেটে হত্যার দায়ে ভাগ্নেকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ মো: গোলাম কিবরিয়া এ আদেশ প্রদান করেন। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামি নিবাস চন্দ্র শীলকে (৩০) ২০ হাজার টাকার অর্থ দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
জানা যায়, ২০১৩ সালের সেপ্টেম্বর মাসের ৯ তারিখ জেলার নাজিরপুর উপজেলার সোলশত গ্রামে মামা হেমলাল চন্দ্র শীলের বাড়িতে আসে ভাগ্নে নিবাস। দুপুরে খাবার পরে মায়ের জমি বাবদ মামার কাছে ১ লক্ষ টাকা চান ভাগ্নে। তখন টাকা দিতে মামা অস্বীকার করলে নিবাস চন্দ্র শীল বিকালে তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে ঘুমন্ত হেমলাল চন্দ্র শীলকে (৫৫) গলা কেটে হত্যা করে।
পরে স্থানীয়রা ভাগ্নে নিবাস চন্দ্র শীলকে আটক করে পুলিশে দেয়। ঘটনার দিন সন্ধ্যায় নিহত হেমলালের ছেলে শ্যামল কুমার শীল নাজিরপুর থানায় নিবাস চন্দ্র শীল কে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দণ্ডপ্রাপ্ত আসামি সদর উপজেলার টোনা ইউনিয়নের মৃত সুখরঞ্জন শীলের পুত্র।
বিডি প্রতিদিন/১৫ জুন ২০১৬/হিমেল-১৬