কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে ভিক্টোরিয়া কলেজে পড়ুয়া তার সহপাঠীরা। আজ বুধবার সকালে কুমিল্লা শিল্পকলা এলাকায় ‘জাস্টিস ফর তন’ এ ব্যানারে মানববন্ধন হয়।
মানববন্ধনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও গণজাগরণ মঞ্চের কুমিল্লার কর্মীরা অংশ নেয়। এসময় মানববন্ধনকারীরা তনু হত্যায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
আগামী ২০ জুন তনু হত্যার ৯০দিন অতিবাহিত হবে। এ সময়ের মধ্যে দোষীরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান গণজাগরণ মঞ্চ কুমিল্লা মুখপাত্র খায়রুল আনাম রায়হান।
বিডি-প্রতিদিন/১৫ জুন ২০১৬/শরীফ