কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করা, গরীব মানুষের জন্য আর্মি মূল্যে রেশন ও নারী শিশুদের নির্যাতন ও হত্যার জোর বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা শাখা সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বগুড়া শহরের সাতমাথায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে তারা অবিলম্বে সরকারকে এই দাবি মেনে নেয়ার জোর দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদি) জেলা শাখার সমন্বয়ক কমরেড সামসুল আলম দুলু, আমিনুল ইসলাম,আব্দুর রশিদ, ছাত্রনেতা আনন্দ কুমার প্রমুখ।
বক্তারা বলেন, দেশের শতকরা ৮০ থেকে ৮৫ ভাগ মানুষ কৃষির সঙ্গে যুক্ত অথচ এ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে সবচেয়ে কম বরাদ্দ দেওয়া হয়েছে। তাই প্রস্তাবিত বাজেট বাতিল করে উন্নয়ন খাতের ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দ দিয়ে কৃষি উপকরণের দাম কমাতে হবে। আর কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।
বিডি-প্রতিদিন/১৫ জুন ২০১৬/শরীফ