পঞ্চগড়ের দেবীগঞ্জে চিত্তরঞ্জন প্রেসের মালিক বাবু চিত্তরঞ্জনকে (৩৫) প্রায় দুই লাখ টাকার জাল নোটসহ আটক করেছে র্যাব-১৩। আজ বুধবার সকালে জেলার দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের এক প্রেস থেকে তাকে আটক করা হয়। আটক চিত্তরঞ্জন সুন্দরদিঘি ইউনিয়নের প্রেমবাজার এলাকার বিশ্বনাথের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের চিত্তরঞ্জন প্রেসের মালিক চিত্ত রঞ্জনকে ২ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়। এ সময় র্যাব ১৩ তার ব্যবহৃত ১টি ডিজিটাল প্রিন্টার, ১টি কম্পিউটার এবং ১টি মোটরসাইকেল জব্দ করে। র্যাব জানায়, দীর্ঘদিন থেকে তিনি অবৈধ জাল টাকার ব্যবসা করে আসছিল।
বিডি-প্রতিদিন/১৫ জুন ২০১৬/শরীফ