বাগেরহাটে পুলিশ ৯টি থানা এলাকায় অভিযান চালিয়ে জামায়াত- শিবিরের ৫ কর্মী ও বিভিন্ন মামলায় ৪৩ জনকে গ্রেফতার করেছে। তবে এসময় পুলিশ কোন বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা বলেন, বাগেরহাটের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার সন্দেহভাজন হিসেবে জামায়াত-শিবিরের ৫ কর্মীসহ বিভিন্ন মামলায় ৪৩জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এসময় কোন বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি।
প্রসঙ্গত, এই নিয়ে বাগেরহাটে গত ৬ দিনে বিশেষ অভিযানে ৩৪৩ জনকে গ্রেফতার করল পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন ১৬/ সালাহ উদ্দীন