জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে দিনাজপুরে ৭৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১ জন জঙ্গি ও ২ জন শিবিরকর্মী বলে জানায় পুলিশ।
দিনাজপুর কন্ট্রোল রুম সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত দিনাজপুরের ১৩টি থানার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ ৭৬ জন আসামি ও অপরাধীকে আটক করে। এদের মধ্যে একজনকে জঙ্গি বলে সন্দেহ করছে পুলিশ। ওই অভিযানে ২ জন শিবিরকর্মীকেও আটক করা হয়েছে।
উল্লেখ্য, এ নিয়ে গত ৬ দিনে দিনাজপুরে পুলিশ ৪৪৪ জনকে আটক করেছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ১০০ জন, শুক্রবার দিবাগত রাতে ৬৫ জন, শনিবার দিবাগত রাতে ৬৫ জন, রবিবার দিবাগত রাতে ৬৬ জন ও সোমবার দিবাগত রাতে ৭২ জনকে আটক করে পুলিশ।
বিডি-প্রতিদিন/১৫ জুন ২০১৬/শরীফ