সারাদেশে পুলিশের বিশেষ অভিযানের ষষ্ঠদিনে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হাবিবুর রহমান (৩৫) নামের এক জেএমবি সদস্যসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্গলা রক্ষাকারী বাহিনী।
জেএমবির এই সদস্য বাসাইল উপজেলার হাবলা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বাসাইল থানায় জেএমবি সংশ্লিষ্টতার অভিযোগে দুটি মামলা রয়েছে। ২০০৫ সালে জঙ্গি সংশ্লিষ্টতায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিল। ওই মামলা দু'টিতে জামিনে ছিলেন তিনি।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আসলাম খান জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে জামাত-শিবিরের কর্মী ও ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামীও রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন ১৬/ সালাহ উদ্দীন