চুয়াডাঙ্গার জীবননগরে জোড়াখুন মামলার প্রধান আসামী আবদুল মালেক মোল্লাকে (৬০) কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবদেন করেন তিনি। আদালতের বিচারক শিরিন কবিতা আখতার জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ৪ জানুয়ারি জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন বোমা মেরে ও কুপিয়ে মোহাম্মদ আলী ও তার চাচাতো ভাই মো. শাহাবুদ্দীনকে হত্যা করে। ওই ঘটনায় গত ৬ জানুয়ারি নিহত মোহাম্মদ আলীর ছোট ভাই আবদুস সালাম বাদি হয়ে আবদুল মালেক মোল্লাসহ ৪২ জনকে আসামি করে জীবননগর থানায় হত্যা মামলা করেন।
মামলার প্রধান আসামি আবদুল মালেক মোল্লা সীমান্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেন। নির্বাচন উপলক্ষে গত ৪ মে উচ্চ আদালতে জামিন আবেদন করলে আদালত ছয় সপ্তাহের জন্য তার জামিন মঞ্জুর করেন।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন ১৬/ সালাহ উদ্দীন