চাঁদপুরের কচুয়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের বউয়ের হাতে ভাসুর খুন হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার কহলথুরি গ্রামের খাসের বাড়ির জাহাঙ্গীরের স্ত্রী ভাসুর শহীদুল্লাহকে (৫০) আঘাত করলে কিছুক্ষণ পর সে মারা যায়।
নিহতের ছেলে রাসেল জানান, ‘আমার বাবা জেসমিন বেগমের কাছে পাওনা টাকা চাইতে যায়। জেসমিন বেগম টাকা না দিয়ে গালমন্ধ করে মাথায় ও শরীরে ঝাড়ু দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় শহিদ উল্যাহ সংজ্ঞাহীন হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সে মারা যায়।’
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইবরাহিম খলিল জানান, ‘নিহতের সাথে একই বাড়ির জেসমিন বেগমের সাথে ঝগড়া হয়েছে বলে তার পরিবার দাবি করেছে। তবে সে কি কারণে মারা গেছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি-প্রতিদিন/ ১৫ জুন ১৬/ সালাহ উদ্দীন