দেশব্যাপী চলমান সাঁড়াশি অভিযানে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মানিকগঞ্জে জামায়াতের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার দিনগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার সাত উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক জামায়াত নেতাকর্মীরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার সরদার আবু জাফর (৫৪), সিংগাইর উপজেলার আবুল হোসেন টাইগার (৪০), সাটুরিয়া উপজেলার ওমর ফারুক (১৮), শিবালয়ের রিদয় হোসেন খান (২৪), ঘিওর উপজেলার সাইদুর রহমান (৩০), হরিরামপুরে শরিফ হোসেন (২৪) ও দৌলতপুরে মুক্তার হোসেন।
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিডি-প্রতিদিন/১৬ জুন, ২০১৬/মাহবুব