সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেশাগ্রস্ত বড় ভাইয়ের বটি দায়ের কোপে সোহাগ (২১) নামে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার গভীর রাতে উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ ওই ঝিকিড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে। ঘটনার পরই পুলিশ বড় ভাই শাকিলকে (২৩) আটক করেছে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক শাহ আলম জানান, দুই ভাই নেশাগ্রস্ত ছিল। রাতে দুইজন এক ঘরেই শুয়েছিল। বুধবার রাত সাড়ে ১২টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় শাকিল বটি দা দিয়ে ছোট ভাই শাকিলের গলায় কোপ দেয়। গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর রাত দুইটার দিকে ছোট ভাই মারা যায়।
তিনি আরও জানান, ঘটনার পরই বড় ভাই শাকিলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/১৬ জুন, ২০১৬/মাহবুব