বিশেষ অভিযানে নড়াইলে জামায়াত-শিবিরের ৫ কর্মীসহ ৪১ জনকে আটক করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (১৬ জুন) সকাল পর্যন্তু অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম (এসপি) জানান, চলমান পুলিশের বিশেষ অভিযানে নড়াইল সদর থানা থেকে জামায়াত-শিবিরের ৪ কর্মীসহ ১২ জন, লোহাগড়ায় এক শিবির কর্মীসহ ১৪ জন, কালিয়ায় পাঁচজন ও নড়াগাতি থেকে ১০ জনকে আটক করা হয়েছে।
তিনি জানান, জঙ্গী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নাশকতা প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে ভিলেজ ডিফেন্স পার্টি গঠন করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ