জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানে ২৪ ঘন্টায় গাইবান্ধায় ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে নাশকতার মামলায় জামায়াতের এক কর্মী রয়েছেন।
জেলার সদর উপজেলাসহ ছয় উপজেলার বিভিন্ন স্থানে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ কন্টোল রুমের অপারেটর মো. আশাদুজ্জামান আসাদ জানান, সুন্দরগঞ্জ থানায় নাশকতা মামলায় জামায়াতের এক কর্মীসহ নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, চুরি, ছিনতাই, মারপিট, ভাঙচুর, ও মাদক মামলার ২৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ জানান, গ্রেফতারদের থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ