দেশব্যাপী সাঁড়াশি অভিযানের ষষ্ঠ দিনে পঞ্চগড়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, এদের মধ্যে একজন জেএমবি সমর্থক রয়েছেন।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার ৫টি থানার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
দেবীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জেএমবি সমর্থক হারুনুর রশিদ (৪৮)। তিনি লোহাগাড়া এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে।
গ্রেফতারকৃতদের মধ্যে পঞ্চগড় সদর থানায় ৫ জন, বোদায় ৬ জন, দেবীগঞ্জে ৪, আটোয়ারীতে ৩ জন এবং তেঁতুলিয়া থানায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ ১ জেএমবি সমর্থকসহ ২১ জনের আটকের কথা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, চলমান এ অভিযানে পঞ্চগড় জেলায় ১৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ জুন, ২০১৬/মাহবুব