হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। সোমবার সকালে আখাউড়া-সিলেট রেল সেকশনের নয়াপাড়া রেল স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে রেললাইনে ট্রেনে কাটা লাশ দেখে স্থানীয় জনতা তেলিয়াপাড়া পুলিশে খবর দেয়। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে শায়েস্তাগঞ্জ রেল পুলিশ ফাঁড়িতে জানানো হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/২০ জুন ২০১৬/হিমেল-১০