দশ বছর সাজা ভোগ শেষে আজ দুপুরে নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ওরারাউ মুছমাতারি (৩০) নামে এক ভারতীয় নাগরিককে ভারতীয় পুলিশ কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ। এ সময় বিজিবি ও বিএসএফের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র রাখার অভিযোগে ওরারাউ ১০ বছর আগে বাংলাদেশের নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার বিজিবির হাতে ধরা পড়ে। তিনি ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার লক্ষীপুর থানার ফকিরাপাড়া গ্রামের রুপেন্দ্র মুছমাতারির পুত্র ।
অবৈধ অস্ত্র ও অনুপ্রবেশকারী হিসেবে আদালত তাকে ১০ বছর সাজা দেয়। সাজা শেষে দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর আজ তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত হয়। ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, ভারতীয় এই নাগরিককে সোমবার দুপুরে বারাঙ্গাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বি পি মারাকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় বিএসএফের কোম্পানি কমান্ডার এম সি কালিতা ও বিজিবির হাবিলদার নিতিশ চন্দ্র দাশ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২০ জুন ২০১৬/হিমেল-১২