ময়মনসিংহের হালুয়াঘাটের রান্ধুনীকুড়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়াড়ীকে আটক করেছে। রবিবার দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয়। এ সময় নিজাম উদ্দিন (৫৮) নামে এক জুয়াড়ীর হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।
আটককৃতরা হচ্ছেন, আমজাদ, মেহেদী, মোস্তাক, রশীদ, মালেক, রফিকুল। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে হালুয়াঘাট থানা পুলিশ উপজেলার রান্ধুনীকুড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ৬ জুয়াড়ীর সাথে নিজাম উদ্দিনকেও আটক করে পুলিশ। পরে জুয়ারী নিজাম উদ্দিন অসুস্থ্য হয়ে পড়লে পুলিশ তার ভাই গোলাম মোস্তফা মাস্টার ও পুত্র সাইফুলের নিকট তাকে বুঝিয়ে দিয়ে চলে আসলে কিছুক্ষন পর তার মৃত্যু হয়। মৃত নিজাম উদ্দিনের পুত্র সাইফুল জানান তার পিতা অনেকদিন যাবত উচ্চ রক্তচাপ ও হার্টের অসুখে ভুগছিলেন। আটকৃতদেরকে সোমবার জেল-হাজতে প্রেরণ করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/২০ জুন ২০১৬/হিমেল-১৬