বৈরী আবহাওয়ার কারনে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সর্তক সংকেত জারি করায় গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ করে শত শত ট্রলার তীরে আসতে শুরু করেছে।
শনিবার সকাল থেকে মৎস্য বন্দর আলীপুর-মহিপুরসহ উপকূলীয় এলাকার প্রেতাশ্রয়গুলোতে ঐসব মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। এছাড়া এখনও অসংখ্য ট্রলার গভীর সমুদ্রে রয়েছে বলে মৎস্যবন্দর সমিতি সূত্রে জানা গেছে।
তবে এখন পর্যন্ত কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে কুয়াকাটা সৈকতের বিভিন্ন স্থানে ঢেউয়ের ঝাপটায় বালু ক্ষয়ের ফলে সৈকতের সৌন্দর্য বিলীন হয়ে গেছে।
বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ২/৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল থেকে দিনভর কখনো ভারি ও কখনো মাঝারি ধরণের বৃষ্টি হয়েছে। এর ফলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ফসলি জমি, মাছের ঘের ডুবে গেছে।
আবহাওয়া অনুকূলে থাকলে নিরাপদ আশ্রয়ে থাকা মাছ ধরা ট্রলারগুলো আজ রবিবার থেকে গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে বলে কুয়াকাটা মৎস্য আড়তদার সমিতি সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/১৬ জুলাই ২০১৬/হিমেল-১৬