সাতক্ষীরার তালা উপজেলার মাইকেল সড়কের সেনপুরে ট্রলি ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৪ জন।
নিহত ওমেলা রানী (৩০) যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামের ভবো মালোর স্ত্রী। আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের যশোরের কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, কুমিরা বাজার থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্র দ্রুতবেগে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুমিরা-মাইকেল সড়কের সেনপুরে পৌঁছালে মাহেন্দ্রটির সাথে একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই নিহত হন মাহেন্দ্র যাত্রী ওমেলা রানী। এসময় আহত হন আরও চার জন। এ ঘটনায়
বিক্ষুব্ধ জনতা মাহেন্দ্র ও ট্রলিটি জব্দ করে পুলিশ হেফাজতে দিয়েছে।
বিডি প্রতিদিন/১৬ জুলাই ২০১৬/হিমেল-২৪