কক্সবাজারের টেকনাফের হ্নীলার ইউপি সদস্য জামাল হোসাইনকে আটক করেছে পুলিশ। তিনি টেকনাফ হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার মৃত হায়দর আলীর ছেলে।
সোমবার ভোরে হ্নীলা রঙ্গিখালী এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানান টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ।
পুলিশ জানায়, জামাল একজন ইয়াবা ব্যবসায়ী এবং থানায় মাদক আইনে দু'টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এই পরায়ানামূলে তাকে আটক করা হয়েছে। আটক এ ইউপি সদস্যকে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি আব্দুল মজিদ।
বিডি-প্রতিদিন/১৮ জুলাই, ২০১৬/মাহবুব