ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাত করার দায়ে সিরাজগঞ্জের বেলকুচিতে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রবিবার রাতে বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসান এ দণ্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আবু সামা বেলকুচি উপজেলার দৌলতপুর ইউপির জামতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্ষিদ্র গোপরেখী গ্রামের বছির উদ্দিনের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার বিকালে স্কুলের ২৫৪ জন ছাত্র-ছাত্রীর মাঝে জনপ্রতি ১ হাজার ২৪০ টাকা করে উপবৃত্তি দেয়ার বিধান থাকলেও ওই শিক্ষক প্রতিজনকে মাত্র ৬ শত টাকা করে দিচ্ছিল। এ নিয়ে স্থানীয়দের প্রতিবাদের একপর্যায়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে উদ্ধার করা হয়। রাতে ঘটনার সাক্ষ্য প্রমান সাপেক্ষে প্রধান শিক্ষককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, গভীর রাতেই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৮ জুলাই ২০১৬/হিমেল-০১