কক্সবাজারের টেকনাফের হ্নীলায় ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ২ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ জানান, সোমবার ভোররাতে হ্নীলা বিওপির চৌকির বিশেষ টহল দলের হাবিলদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা পশ্চিম সিকদারপাড়া সড়কে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালায়।
এসময় ৪শ' পিস ইয়াবা, নগদ ১ লাখ ১৮হাজার ৩৫৭ টাকা ও্ ৩টি মোবাইল সেটসহ ২ যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন, টেকনাফ হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার আলী আহমদের ছেলে মোহাম্মদ হোসেন (১৯) ও চট্রগ্রাম বাঁশখালী চাম্বল বাজার এলাকার জাগের হোসেনের ছেলে দিদারুল ইসলাম (২০)।
উদ্ধারকৃত ইয়াবা, নগদ টাকা ও মোবাইলের আনুমানিক মূল্য ২ লাখ ৪৯ হাজার ৮৫৭ টাকা বলে জানা জায়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক যুবকদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়ে বিজিবি।
বিডি প্রতিদিন/১৮ জুলাই ২০১৬/হিমেল-০২