সিরাজগঞ্জের শাহজাদপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক পুলিশ কনস্টেবলের স্ত্রী’র লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বেলতৈল ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে স্বামীর বাড়ী থেকে পুলিশ লাশটি উদ্ধার করেন। নিহত নাজমা খাতুন পাবনা জেলা ডিএসবিতে কনস্টেবল হিসেবে কর্মরত সাইদুর রহমান শাহিনের স্ত্রী।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক শাহজাহান আলী জানান, পাবনায় কর্মরত সাইদুর রহমান শাহীন ঈদের ছুটিতে বাড়ী আসলে স্ত্রী নাজমার সাথে পারিবারিক দ্বন্দ্ব ও মনমালিন্য হয়। ছুটি কাটিয়ে স্বামী চলে যাবার পর নাজমার সাথে তার দেবরেরও কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে রবিবার রাতে সে কীটনাশক পান করে আত্মহত্যা করে নাজমা।
সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে। এ বিষয়ে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/১৮ জুলাই ২০১৬/হিমেল-০৫