সিরাজগঞ্জে বিভ্রান্তিমূলক 'জিহাদী' বইসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে আটক করা হয়েছে। সোমবার ভোরে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) তাড়াশ উপজেলার তাড়াশ মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক জেএমবি সদস্য আতাউল্লাহ ওরফে বাহাদুর (৩০) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার মাইজভান্ডারী আমতলী বাহাউদ্দিন চৌধুরীপাড়ার মাওলানা আবু ইউসুফের ছেলে।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিহাদী বইসহ জেএমবি সদস্য আতাউল্লাহকে আটক করা হয়। তিনি ২০১৩ সালে তাড়াশ মাদ্রাসাপাড়ার দক্ষিণপাড়ার মো. জামিলুর রহমানের মেয়েকে বিয়ে করে সেখানকার একটি মসজিদের ঈমাম হিসেবে চাকরি নিয়ে সেখানেই বসবাস করছিলেন।
পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ সোমবার দুপুরের দিকে সাংবাদিকদের জানান, আটককৃত আতাউল্লাহর সাথে সম্প্রতি বগুড়ার শেরপুরে বোমা বিস্ফোরণে নিহত জেএমবি সদস্য তরিকুলের বোনের সম্পর্ক ছিল। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে জানান এসপি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ