কিশোর কিশোরীদের নিয়ে “বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ: বাস্তবতা ও মিডিয়ার ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা কাটলীস্থ নারী প্রগতি সংঘের কার্যালয়ে সোমবার বেলা ১২ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন স্কুল কলেজের কিশোর কিশোরীরা অংশগ্রহণ করে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শিক্ষাবিদ মতীন্দ্র সরকার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাজহারুল হক চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল বাতেন, লোক গবেষক গোলাম এরশাদুর রহমান, জন উদ্যোগের আহ্বায়ক কামরুজ্জামান চৌধুরী, নারী প্রগতির আলী আমজাদ খান আন্টু, মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম, ইয়ুথ লিডার আলমগীর হোসেন ও মোমেনা আক্তার পপি প্রমুখ।
তারা কিশোর কিশোরীদের বাল্য বিবাহ রোধ, বয়সন্ধিকালিন সচেতনতা ও পারিবারিক শিক্ষা নিয়ে আলোচনা করেন।
বিডি প্রতিদিন/১৮ জুলাই ২০১৬/হিমেল-০৯