গোপালগঞ্জে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। আজ বেলা ১১ টার দিকে শহরের কালীবাড়ী এলাকার দলীয় কার্যালয় থেকে সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আক্রামুজ্জামান আক্রামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সাবেক সহ-সভাপতি সিকদার নুর মোহাম্মদ দুলু, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা জামিল সরোয়ার, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুল ইসলাম আব্বাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মোহসিন উদ্দিন সিকদার, গোপালগঞ্জ সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নেতা তাসবিরুল হুদা বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/১৮ জুলাই ২০১৬/হিমেল-১০