বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর নুরুল ইসলাম মন্ডলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, নুরুল ইসলামের বিরুদ্ধে আদালত থেকে ২৭ জুন গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সোমবার সেই মামলায় বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আবু সাঈদ জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, জামায়াতের নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে নাশকতার ১৫টি মামলা রয়েছে। অধিকাংশ মামলায় তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে ২০১৩ সালের ৩ মার্চ জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে উপজেলা পরিষদে বারুদ ছিটিয়ে ১৭টি দপ্তর পুড়িয়ে দেওয়া, থানায় হামলা এবং ইউএনও, উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ি পোড়ানোসহ সহিংসতা ও নাশকতার চার মামলায় নুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৮ জুলাই ২০১৬/হিমেল-১১