নীলফামারী জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক মোরশেদ আজমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে বড় বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, বিগত ২০১৩ সালে নীলফামারী শহরের এবাদত প্লাজার সামনে পুলিশের উপর হামলা মামলায় মোরশেদ আজম (৩০) আদালতের গ্রেফতারী পরওয়ানার একজন আসামী। আদালতের গ্রেফতারী পরওয়ার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৮ জুলাই ১৬/ সালাহ উদ্দীন