লালমনিরহাটের হাতীবান্ধায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকার ৭ নং ওয়ার্ডে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার একই এলাকার ফকিরটারী গ্রামের ৩নং ওয়ার্ডের হাবিবুর রহমানের বড় মেয়ে হিরা মনি (১০) ও ছোট মেয়ে হিমু মনি (৫)। হিরা মনি উপজেলার স্থানীয় জহির হাজী মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যা থেকে হিরা মনি ও হিমু মনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে নানা লুৎফর রহমানের বাড়ির পার্শ্বে একটি পুকুরের পানিতে দু'বোনকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদেরকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এক সাথে দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ